Terms of Service
eCommerce.Nitsofit
এই ওয়েবসাইট (eCommerce.Nitsofit)–এ প্রবেশ, ব্রাউজ করা, রেজিস্ট্রেশন করা অথবা যেকোনো ধরনের পণ্য বা সেবা গ্রহণ করার মাধ্যমে আপনি এই Terms & Conditions সম্পূর্ণরূপে পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মতি প্রদান করেছেন। আপনি যদি এই শর্তাবলির কোনো অংশে অসম্মত হন, তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।
১. ওয়েবসাইট ব্যবহারের শর্ত
eCommerce.Nitsofit শুধুমাত্র বৈধ, ব্যক্তিগত ও অ-বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহার করে কোনো ধরনের প্রতারণা, ভুয়া অর্ডার, তথ্য জালিয়াতি, স্ক্র্যাপিং, হ্যাকিং, ডেটা চুরি, ক্ষতিকর সফটওয়্যার বা ভাইরাস প্রবেশ করানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
২. পণ্যের তথ্য, মূল্য ও প্রাপ্যতা
আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত সকল পণ্যের ছবি, বিবরণ, স্পেসিফিকেশন, দাম ও স্টক তথ্য যথাসম্ভব সঠিক রাখার চেষ্টা করা হয়। তবে প্রযুক্তিগত ত্রুটি, টাইপোগ্রাফিক ভুল বা অনিচ্ছাকৃত কারণে তথ্যের অসামঞ্জস্য হতে পারে। এ ধরনের ক্ষেত্রে eCommerce.Nitsofit পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো অর্ডার সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
৩. অর্ডার প্লেস ও কনফার্মেশন
গ্রাহক কর্তৃক অর্ডার প্লেস করার পর তা স্বয়ংক্রিয়ভাবে কনফার্ম হয়েছে বলে গণ্য হবে না। স্টক অনুপস্থিতি, মূল্য ত্রুটি, পেমেন্ট ব্যর্থতা বা টেকনিক্যাল সমস্যার কারণে আমরা অর্ডার বাতিল করতে পারি। অর্ডার বাতিল হলে রিফান্ড সংক্রান্ত বিষয় আমাদের প্রকাশিত Refund Policy অনুযায়ী পরিচালিত হবে।
৪. পেমেন্ট পদ্ধতি
আমরা Cash on Delivery (COD), bKash, Nagad, ব্যাংক ট্রান্সফার, কার্ড বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট মেথড গ্রহণ করতে পারি। গ্রাহক প্রদত্ত পেমেন্ট তথ্য সঠিক হওয়া আবশ্যক। পেমেন্ট সংক্রান্ত যেকোনো জালিয়াতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার eCommerce.Nitsofit সংরক্ষণ করে।
৫. ডেলিভারি
ডেলিভারি সময়সীমা আনুমানিক এবং বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভরশীল। গ্রাহক কর্তৃক ভুল বা অসম্পূর্ণ ঠিকানা প্রদানের কারণে ডেলিভারি ব্যর্থ হলে eCommerce.Nitsofit দায়ী থাকবে না।
৬. রিফান্ড ও রিটার্ন
রিফান্ড, রিটার্ন ও অর্ডার বাতিল সংক্রান্ত সকল শর্ত আমাদের প্রকাশিত Refund Policy দ্বারা নিয়ন্ত্রিত হবে। Terms & Conditions এবং Refund Policy–এর মধ্যে কোনো অসামঞ্জস্য দেখা দিলে Refund Policy–ই চূড়ান্ত ও প্রাধান্যযোগ্য হিসেবে গণ্য হবে।
৭. গ্রাহকের দায়িত্ব
গ্রাহককে সঠিক তথ্য প্রদান, পণ্য গ্রহণের সময় যাচাই এবং আমাদের সকল নীতিমালা অনুসরণ করতে হবে। বারবার অর্ডার বাতিল, ভুয়া রিটার্ন দাবি বা সিস্টেম অপব্যবহার প্রমাণিত হলে ভবিষ্যতে সেবা সীমিত বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
৮. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, লোগো, ডিজাইন, ছবি, লেখা ও সোর্স ম্যাটেরিয়াল eCommerce.Nitsofit–এর মালিকানাধীন এবং বাংলাদেশের কপিরাইট আইনে সুরক্ষিত। লিখিত অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবহার আইনত নিষিদ্ধ।
৯. দায় সীমাবদ্ধতা
ওয়েবসাইট ব্যবহারের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ক্ষতির জন্য eCommerce.Nitsofit দায়ী থাকবে না, যদি না তা বাংলাদেশের আইনে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হয়।
১০. আইন ও বিচারব্যবস্থা
এই Terms & Conditions সম্পূর্ণভাবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে এবং যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বাংলাদেশের আদালতই একমাত্র এখতিয়ারসম্পন্ন কর্তৃপক্ষ হবে।
১১. পরিবর্তনের অধিকার
eCommerce.Nitsofit যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই Terms & Conditions পরিবর্তন, সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
📧 যোগাযোগ: support@ekhamary.com











